• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচনে জয়লাভ করলে এফডিসির জন্য যা যা করবেন কাজী হায়াৎ (ভিডিও)

প্রকাশিত: ১৮:৪২, ২১ ডিসেম্বর ২০২২

আপডেট: ২০:৩২, ২১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক, অভিনেতা ও প্রযোজক কাজী হায়াৎ। তার বানানো অসংখ্য চলচ্চিত্র দিয়ে জয় করেছেন দর্শকদের হৃদয়। চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এবার নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন কাজী হায়াৎ। 

নির্বাচনের প্রস্তুতি ও জয়লাভ করলে চলচ্চিত্রের উন্নতির জন্য কীভাবে কাজ করবেন জানতে চাইলে বাংলাভিশনকে কান্না জড়িত কণ্ঠে কাজী হায়াৎ বলেন, 'আমার বয়স এখন প্রায় ৭৬ বছর। আমি হয়তোবা দুই বছর পরে আর ভোট চাওয়ার সুযোগ পাবো না। আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে। অনেকে হয়তোবা আমার আচরণে ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আমি চাই আমার সব ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে একটি ভোট দিন। আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের জন্য কাজ করি। আমাকে একটি ভোট দিলে, আমি চলচ্চিত্রের জন্য কাজ করে যাব। আমি হয়তোবা অসুস্থতার জন্য এফডিসি গিয়ে বা সবার কাছে গিয়ে গিয়ে ভোট চাইতে পারছি না। তবু সবার কাছে আমি অনুরোধ করছি, আমাকে একটি ভোট দিলে আমি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব।'

এ পরিচালকের কাছে নির্বাচনী মেনিফেস্টোর জানতে চাইলে তিনি আরও বলেন, 'আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে এফডিসিকে নতুন করে সাজাবো। অনেকদিন ধরে এফডিসিতে নিয়মিত কাজ হয় না। আমি যদি পরিচালক সমিতির সভাপতি হতে পারি, এফডিসিতে নিয়মিত শুটিং হয় সে ব্যাপারে কাজ করবো। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাব যাতে আমাদের নিয়মিত কাজ করার সুযোগ তৈরি হয়।'

পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন নির্মাতারা। একটি প্যানেলে সভাপতি প্রার্থী কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ। তার প্যানেল থেকে মহাসচিব প্রার্থী শাহীন সুমন। আরেক প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী হচ্ছেন জাকির হোসেন রাজু। 

বিভি/জোহা

মন্তব্য করুন: