• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংসার ভাঙলো আরো এক নায়িকার

প্রকাশিত: ১৮:০৪, ১০ মার্চ ২০২৩

আপডেট: ১৮:১৩, ১০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সংসার ভাঙলো আরো এক নায়িকার

শুভাঙ্গী আত্রে

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রের সংসার ভেঙেছে। তাও অল্প দিনের সংসার নয়, দীর্ঘ ১৯ বছরের সংসার ভাঙলো এই তারকার। প্রায় দু’দশক একসঙ্গে পথ চলার পর পৃথক রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। ভারতীয় গণমাধ্যমে শুভাঙ্গী জানিয়েছেন, স্বামী পীযূষ এবং তার সম্মতিতে এই বিচ্ছেদ হচ্ছে।

গত এক বছর ধরে পীযূষ এবং শুভাঙ্গী যে একসঙ্গে থাকছেন না সেই কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, 'আমাদের মতের মিল হচ্ছিল না। অনেক চেষ্টা করেছি সম্পর্ক টিকিয়ে রাখার। কিন্তু, কোনও লাভ হয়নি।'

স্বামীর প্রতিও কোনও ক্ষোভ নেই শুভাঙ্গী আত্রের। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একা নয়, পীযূষও অনেক চেষ্টা করেছে। কিন্তু, কিছুতেই আমাদের মতের মিল হচ্ছিল না। একটা পর্যায়ে দাঁড়িয়ে আমরা দু'জনেই বুঝতে পারি এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনও মানে হয় না। সেই কারণেই নিজেদের ব্যক্তিগত জীবন এবং কাজে মন দিয়েছিলাম।

শুভাঙ্গী আত্রে জানিয়েছেন, বিচ্ছেদ সত্ত্বেও স্বামীর সঙ্গে তার সুসম্পর্ক থাকবে। পীযূষ এবং তার ১৮ বছরের কন্যা রয়েছেন। তিনি দু’জনের সান্নিধ্য পাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে শুভাঙ্গী আত্রে বলেন, আমাদের সন্তান যাতে বাবা এবং মায়ের ভালোবাসা পায় সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। পীযূষ রবিবার করে বাড়িতে আসে মেয়ের সঙ্গে দেখা করে। আমার মেয়েকে তার বাবার থেকে দূরে সরাব না।

ডিভোর্স প্রসঙ্গে শুভাঙ্গী বলেন, কিছু ক্ষতে প্রলেপ দিলেও মেটে না। কিছু সম্পর্ক কিছুতেই জোড়া লাগে না। আমরা চেষ্টা করেছি। তাও সম্পর্ক টেকেনি। এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।

২০০৩ সালে পীযূষকে বিয়ে করেছিলেন ভাবিজি খ্যাত আত্রে। ইন্দোরে বসেছিল বিয়ের আসর। বিয়ের দু’বছরের মধ্যেই তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান অশি।

বর্তমানে নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চাইছেন শুভাঙ্গী। তাছাড়া তিনি আদ্যোপান্ত পারিবারিক মানুষ। সাফ জানিয়ে দিলেন, এখনও পরিবারই তার টপ প্রায়োরিটি। মেয়েকে প্রাধান্য দিতে চান তিনি।


আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2