সদলবলে বাইকে চেপে পদ্মা পাড়ি দিলেন মাহিয়া মাহি (ভিডিও)

মাহিয়া মাহি
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এরমধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানান কথা।
এর ধারাবাহিকতায় রবিবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন তিনি। সেখানে দেখা যায় বাইকে করে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী রাকিব সরকার। তাদের সঙ্গ দিচ্ছে আরও কিছু বাইকার।
সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।
বিভি/জোহা
মন্তব্য করুন: