• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিথিলার সঙ্গে ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন স্বামী 

প্রকাশিত: ২০:১০, ২৮ মে ২০২৩

ফন্ট সাইজ
মিথিলার সঙ্গে ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন স্বামী 

ভারতীয় অভিনেত্রী গায়েত্রী শংকরের সঙ্গে সৃজিত (বায়ে) ও মিথিলা

নতুন করে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সৃজিত মুখোপাধ্যায় এবং রাফিয়াত রশিদ মিথিলার। তারকার এই দম্পতির নাকি ঘর ভাঙছে- এমন গুঞ্জন সর্বত্র। এ নিয়ে ভারতীয় পরিচালক ও মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায় অনেকদিন চুপ ছিলেন। আগের দিন মিথিলা বলেছিলেন এটা ভিত্তিহীন খবর। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় সৃজিতও জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের সঙ্গে আলাপকালে সৃজিত একথা বলেছেন। সৃজিত বলেছেন, ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনও ভিত্তি নেই। মধ্যপ্রদেশে শ্যুটিংয়ে ব্যস্ত আমি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’

দুই বাংলা জুড়ে কানাঘুষো চলছে পরিচালক ও অভিনেত্রীর দাম্পত্য নিয়ে। গুজবটা ছিল এমন- অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সৃজিত। আর সেই কারণে ডিভোর্স চাইছেন মিথিলা। কয়েক মাসের মধ্যে মেয়ে আয়রাকে নিয়ে বাংলাদেশে ফিরে আসবের। কলকাতাকে বিদায় জানাবেন মিথিলা। 

মিথিলা জানিয়েছেন, সৃজিত কাজের সূত্রে বাইরে থাকেন, তিনিও নতুন ছবি নিয়ে ব্যস্ত। তাই তাদের একসঙ্গে দেখা যায় না খুব বেশি। আর সেই ফাঁকে তাদের নিয়ে এসব রটে। তিনিও এই গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ তকমা দিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: