• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার টিম হাসপাতালে

প্রকাশিত: ২২:২৮, ৩১ মে ২০২৩

আপডেট: ২২:২৮, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার টিম হাসপাতালে

একটি বাসের সঙ্গে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার টিমের গাড়ির ধাক্কা লেগে আহত হয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরা। ভারতের তেলেঙ্গানার এক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরেই ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শিল্পীদের। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।

এই ঘটনা সামনে আসতেই অনেকেই চিন্তায় আছেন তাদের প্রিয় নায়ক আল্লু অর্জুনকে নিয়ে। জানা গেছে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার প্রধান চরিত্র আল্লু অর্জুন ভালো আছেন। তবে এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা আরও বড় মাপে বানাতে চাইছেন পরিচালক সুকুমার। গত এপ্রিলে মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলকও। ছবিতে অল্লু অর্জুনের ‘লুক’ প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা কয়েক গুণ বেড়ে গিয়েছে অনুরাগীদের। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা: দ্য রুল’-এর। 

বিভি/টিটি

মন্তব্য করুন: