• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

ইয়াছির আরাফাত, প্যারিস

প্রকাশিত: ২৩:০২, ২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী নভেম্বরেই চালু হতে যাচ্ছে পোস্টাল ভোট বিডি নামের বিশেষ অ্যাপ। 

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় বুধবার (১ অক্টোবর) এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। 

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট কার্যক্রম বিশ্বব্যাপী একটি জটিল ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ জন্য ফ্রান্সসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা খতিয়ে দেখা হচ্ছে। অনলাইন ভোটিং এখনও নিরাপদ ও গ্রহণযোগ্য না হওয়ায় আপাতত পোস্টাল ব্যালটকে বেছে নেওয়া হয়েছে।

তিনি জানান, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা কমিশনের কাছে ব্যালটের আবেদন করতে পারবেন। সেই ব্যালট পাঠানো ও ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ভোটপত্র সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। 

এ সময় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন-ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মাহবুব হোসাইন, মুখপাত্র আরিফউল্লাহ, নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদল সভাপতি আহমেদ আব্দুল মালেক।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2