• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ায় চাঞ্চল্যকর জোড়া খুন, অভিযোগের তীর প্রবাসী বাংলাদেশির দিকে

প্রকাশিত: ১৯:০৪, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:০৫, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় চাঞ্চল্যকর জোড়া খুন, অভিযোগের তীর প্রবাসী বাংলাদেশির দিকে

মালয়েশিয়ার পেনাং রাজ্যের কাম্পুং সেকোলা জুরুতে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার পেনাং রাজ্যের কাম্পুং সেকোলা জুরুতে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা ঘটে।

গত শনিবার (১৮ অক্টোবর) পেনাং রাজ্যের কাম্পুং সেকোলা জুরু এলাকার একটি বাড়িতে এক মা ও তার ১১ বছর বয়সি পালিত কন্যার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ৫১ বছর বয়সি নারী কেক বিক্রি করতেন। তাকে ও তার পালিত কন্যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত নারীর স্বামী বাড়ি ফিরে স্ত্রী ও কন্যার মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত নারীর ৫৭ বছর বয়সি স্বামীকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোমবার (২০ অক্টোবর) আরও দুইজনকে আটক করা হয়। এর মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি। আটকের পর তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এই দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে থাকবেন। এই সময়ের মধ্যে পুলিশ খুনের রহস্য উন্মোচনের জন্য বিস্তারিত তদন্ত চালাবে। 

পেনাং পুলিশ প্রধান দাতুক আজিজি ইসমাইল সাংবাদিকদের জানান, আটককৃত দুই সন্দেহভাজনের বয়স চল্লিশের কোঠায়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা করা হয়েছে।

পুলিশ প্রধান আরও নিশ্চিত করেন ঘটনার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি নিহত ব্যক্তির বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোনগুলোও জব্দ করেছে।  

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2