যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
 
								
													বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সেবা এখন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও সহজ ও কার্যকরভাবে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে হলেও কনস্যুলেটে এনআইডি সংশোধন বা ছবি পরিবর্তনের সুযোগ নেই। কনস্যুলেটের সার্বিক সেবা কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার স্বার্থে এনআইডি হালনাগাদের শেষ তারিখ ৩১ অক্টোবর। এরপর কোনো ওয়াক ইন সেবা দেবে না নিউ ইয়র্কের কনস্যুলেট অফিস।
কনসাল জেনারেল জানান, পহেলা অক্টোবর ২০১০ সালের আগে জন্ম নেওয়া বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পাসপোর্টধারীরাও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলেটে গিয়ে আবেদনের প্রিন্ট কপি, পাসপোর্ট সাইজের ছবি, ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ ও বাংলাদেশি পাসপোর্ট বা নাগরিকত্বের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের জন্য বাংলাদেশের উপজেলা নির্বাচন অফিস বয়স, নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করবে। এজন্য জন্মসনদ, পাসপোর্টের কপি, বাংলাদেশের ঠিকানার বিদ্যুৎ বা পানির বিলের মতো নথিগুলো সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
বিভি/টিটি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: