• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তুরস্কে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটির সভাপতি মোবাশ্বেরা, সেক্রেটারি মাহমুদ

প্রকাশিত: ১৫:২৯, ১৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৩১, ১৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
তুরস্কে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটির সভাপতি মোবাশ্বেরা, সেক্রেটারি মাহমুদ

বিগত এক যুগ ধরে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্ট'স ইন তুর্কীয়ে (অ্যাবাস্ট) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

এতে মোবাশ্বেরা জাহান ফাতিমাকে সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদকে সেক্রেটারি ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ১০০ সদস্য বিশিষ্ট কমিটি ও সিটি অ্যাম্বাসেডর টিম অনুমোদন দেওয়া হয়েছে। 

ইস্তানবুলে অবস্থিত ঢাকা লাউঞ্জ ক্যাফে রেস্টুরেন্ট এন্ড কালচারাল সেন্টারে অ্যাবাস্টের উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও এশিয়া অ্যান্ড ইন্দো প্যাসিফিক স্টাডিজের তুরস্ক প্রধান নাজমুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। কমিটি গঠন অনুষ্ঠানে উপদেষ্টামন্ডলীর মধ্য থেকে আরও উপস্থিত ছিলেন ইস্তানবুল জাইম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাজহারুল ইসলাম রবিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়ালিউল্লাহ, পিএইচডি গবেষক মিনহাজুল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী ও অটোমান গ্রুপের সিইও শিহাব আহমেদসহ প্রমুখ। 

আনকারা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পিএইচডি গবেষণারত মেধাবী ছাত্রী ও অ্যাবাস্টের সভাপতি মোবাশ্বেরা জাহান ফাতিমা বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পটুয়াখালীর সন্তান ও অ্যাবাস্টের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ তুরস্ক সরকারের প্রেস্টিজিয়াস বৃত্তি প্রকল্পের অধীনে স্নাতক সম্পন্ন করে তুরস্কের দুজজে ইউনিভার্সিটিতে ইন্ট্যারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুর্কীয়ে বুরসলারি স্কলারশিপের অধিনে ডিপার্টমেন্টে প্রথম হওয়ার কৃতিত্ব নিয়ে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মারমারা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর করছেন।

প্রতিষ্ঠার পর থেকে এ যাবতকাল পর্যন্ত শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। বিদেশের বুকে বাংলা ভাষার চর্চা ধরে রাখতে ও বহির্বিশ্বে তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থান জানান দিতে সংগঠনটির পক্ষ থেকে 'আনাতোলিয়া' নামে অনলাইন সাময়িকী প্রকাশ করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের তুরস্কে উচ্চশিক্ষার ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দিয়ে যাচ্ছে অ্যাবাস্ট। 

নব মনোনীত সভাপতি মোবাশ্বেরা বলেন, বিগত দিনে বাংলাদেশ ও তুরস্কের সেতুবন্ধনে অ্যাবাস্ট যেই ভূমিকা পালন করেছে তার ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি আরও সৃজনশীল উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যা সমাধানে অ্যাবাস্ট পাশে থাকবে। 

উল্লেখ্য, ২০১২ সালে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি সিনিয়র শিক্ষার্থী ও দূতাবাসে কর্মরত সিনিয়র নাগরিকরা এই সংগঠন গঠনের উদ্যোগ নেন। সেখান থেকেই মূলত তুরস্কে একমাত্র প্রথম বাংলাদেশি কমিউনিটি হিসেবে অ্যাবাস্ট এর যাত্রা শুরু হয়। তুরস্কের রাজধানী আনকারার একটি পাঁচ তারকা হোটেলে সর্বাধিক বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিষ্ঠাকালীন অনুষ্ঠানে তুরস্ক সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ দূতাবাসের  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিভি/এসএইচ/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2