প্রতিশোধ নিল বন বিড়াল, ইসরাইলি সেনাদের ঘুম হারাম!
আরব বিশ্বের বড় বড় নেতারা না পারলেও দেখিয়ে দিল মিশরীয় এক বন বিড়াল। সম্প্রতি খবর সামনে আসে যে এক মিশরীয় কেরাকেল যা ডেজার্ট লিংস নামেও পরিচিত, মিশর ও ইসরাইলের সীমান্তের এক ইসরাইলি সেনা ক্যাম্পে প্রবেশ করে আক্রমণ করে সৈন্যদের। শুধু বন বিড়ালই না এর আগে বোলতার আক্রমণে হাসপাতালে যায় ১২ জন ইসরাইলি সেনা! এর পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে বিভিন্ন পোস্ট। নেটিজেনদের অনেকেই বলছেন আরব বিশ্বের বহু নেতা যেখানে চুপ, সেখানে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে বন্য পশুরা।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১৯:১১