কী সাংঘাতিক! চোখ মেরে মুচকি হেসে রোবট জিজ্ঞেস করছে ‘আমি যদি সত্যি হই?’
সে হাসতে পারে, চোখের পলক ফেলতে পারে এবং ‘সোয়্যাগ’ নিয়ে কাঁধও ঝাঁকাতে পারে। সবথেকে বড় কথা, মানুষের সঙ্গে কথা বলার এক পর্যায়ে চোখ মেরে সে বলে ওঠে, “যদি তুমি হও কল্পনার, আর আমি ঘোর বাস্তব, তাহলে কেমন হবে?” রোবট তৈরি করা যেদিন থেকে শুরু হয়েছে, মানব সভ্যতার সামনে একটি নতুন ভয় তৈরি হয়েছে।
০১:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার