• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইভ্যালির ওয়েব সাইট হ্যাকড: হ্যাকারের বার্তা ঝুলছে সাইটে

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ মে ২০২৫

আপডেট: ১৬:০০, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
ইভ্যালির ওয়েব সাইট হ্যাকড: হ্যাকারের বার্তা ঝুলছে সাইটে

ইকমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। সাইটটি বর্তমানে ভিজিটে গেলে হ্যাকড , আই হেভ অল কাস্টমার ডেটা, ইভ্যালি প্লিজ কন্টাক্ট 00watch@proton.me লেখা দেখায়। 

ডার্ক ওয়েব পোস্টে দেখা যায়, হ্যাকাররা ডেটা বিক্রি সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে যেখানে হ্যাকাররা ডেটার মূল্য ৫০০ ডলার দাবি করেছে। এই অর্থ না দিলে তারা ডেটা পাবলিকলি রিলিজ করে দেওয়ার হুমকি দিয়েছে। হ্যাকাররা যে ডেটা তাদের কাছে রয়েছে বলে দাবি করছে সেখানে, প্রায় ৮ লাখ ব্যবহারকারীর তথ্য রয়েছে। এসব তথ্যের মধ্যে কাস্টমারের নাম, ইমেইল, মোবাইল নাম্বার এবং সকাল ওর্ডার ও মার্চেন্টের তথ্য রয়েছে। 

এ বিষয়ে জানতে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে ফোনে পাওয়া যায়নি এবং হোয়াটসঅ্যাপেও কোনো সাড়া পাওয়া যায় নি। 

ইনফোসেকবুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইভ্যালির কাস্টমারদের অবশ্যই ফিশিং অ্যাটাক এবং ব্যক্তিগত এসব তথ্য যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার না করা হয় সেদিকে নজর রাখতে হবে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: