• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডায়াবেটিস রোগীর পায়ে হবে না ঘা, বাঁচাবে দেশীয় প্রযুক্তি

প্রকাশিত: ১৮:১২, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ

ডায়াবেটিকস রোগীদের পায়ে ফুট আলসার একটি স্বাভাবিক ঘটনা । অনেক সময় এই আলসারের কারনে পা কেটে ফেলতে হয়। এই ফুট আলসার থেকে মুক্তি পেতে দেশীয় প্রযুক্তি এনেছে বায়বিট নামের একটি প্রতিষ্ঠান। ডায়নামিক পেডোগ্রাফ নামের এই যন্ত্রের মাধ্যমে হাঁটার সময় পায়ের তলার বিভিন্ন জায়গার প্রেশার পরীক্ষা করা হয়। 

বাইবিট লিমিটেডের প্রেসিডেন্ট ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী বলেন, পেডোগ্রাফ মূলত অপটিক্যাল পদ্ধতিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে ব্যবহার করে হেঁটে যাওয়ার সময় পায়ের তালুর প্রেশার পরিমাপ করে। যন্ত্রের ভেতরে বিশেষভাবে স্থাপন করা একটি ক্যামেরায় পায়ের চাপের ডায়নামিক ছবি তোলা হয়। পরে কম্পিউটারে প্রোসেসিংয়ের মাধ্যমে কোন জায়গায় প্রেসার বেশি পড়ছে তা নির্ধারণ করা হয়। এর উপর ভিত্তিকরে কাস্টমাইজড জুতা বা ইনসোল বানানো হয়।

বাইবিট লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার মো: মাকছিদুল কাদির বলেন, ব্যক্তির হাটা পরিমাপ করার পর ইনসোল এবং জুতা তৈরি করতে সময় লাগে প্রায় ২০ দিন। সেই জুতা নিয়মিত ব্যবহারের ফলে পায়ে ফুট আলসার হওয়া প্রতিরোধ করা সম্ভব বলে জানান এই প্রোকৌশলী। 

বাইবিট লিমিটেডদেশীয় এমন আবিষ্কারে মুগ্ধ অনেকেই। এমন আবিষ্কার ডায়াবেটিকস রোগীদের ফুট আলসার থেকে অনেকটাই মুক্তি দেবে বলে মনে করেন তারা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিকস ও টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী একদল তরুণের সঙ্গে চিকিৎসা সেবায় ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য আবিষ্কারে কাজ করছেন। তৈরি করেছেন বেশ কিছু চিকিৎসা উপযোগী পণ্য, যেগুলো সমাদৃত হয়েছে দেশে-বিদেশে।

  

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2