• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২.৫ বিলিয়ন জিমেইল ঝুঁকিতে: ভুয়া তথ্য বলছে গুগল

প্রকাশিত: ১২:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২.৫ বিলিয়ন জিমেইল ঝুঁকিতে: ভুয়া তথ্য বলছে গুগল

সম্প্রতি ২.৫ জিমেইল ব্যবহারকারী ঝুঁতিকে উল্লেখ করে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলেছে গুগল, এমন একটি খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের নামিদামি পত্রিকায়ও খবরটি বেশ গুরুত্বের সাথে কাভার করা হয়েছে। 

সাইবার প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ২.৫ বিলিয়ন ব্যবহারকারীকে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে বলেছে।  জি২৪ ঘন্টার প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের গোপন তথ্য ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে হ্যাকার্সদের কুখ্যাত গ্রুপ শাইনিহান্টার্স। ফলে আক্রান্ত অ্যাকাউন্টগুলি বড়সড় ঝুঁকির মধ্যে রয়েছে। শাইনিহান্টার্সদের সবচেয়ে প্রিয় ছক হল 'ফিশিং'। 

অর্থাৎ ভুয়া লগইন পেজ তৈরি করে কিংবা ভুয়া ইমেল পাঠিয়ে তারা ব্যবহারকারীদের কাছ থেকে পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড হাতিয়ে নেয়। এবারও একইভাবে বহু তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।

এই গ্রুপটি ২০২০ সাল থেকে সক্রিয় এবং এখন পর্যন্ত AT&T, Microsoft, Santander এবং Ticketmaster-এর মতো বড় কোম্পানির ডেটা ফাঁস করেছে। জুন মাসে একটি ব্লগ পোস্টে গুগল কিন্তু সতর্ক করে দিয়েছিল যে শাইনিহান্টার্স শীঘ্রই তাদের নিজস্ব ডেটা লিক সাইট (DLS) চালু করতে পারে। কয়েক সপ্তাহ পরে, ৮ অগাস্ট, গুগল ক্ষতিগ্রস্ত জিমেল ইউজারদের কাছে একটি ই-মেল পাঠিয়ে তাদের অ্যাকাউন্টগুলি অবিলম্বে সুরক্ষিত করার পরামর্শ দেয়।

তবে গুগল বলছে, ২.৫ বিলিয়ন ইমেইল ঝুঁকিতে থাকার বিষয়টি সঠিক নয়, পুরোপুরি মিধ্যা। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়েছে, গুগলের জিমেইল স্ট্রং এবং শক্তিশালী এবং অ্যাকাউন্টের নিরাপত্তায় সবসময় সজাগ। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2