ল্যাপটপ কেনার আগে যা জানা দরকার

নকশা, প্রযুক্তি, মান, ওজন, দাম এবং প্রয়োজন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তাই ল্যাপটপ কিনতে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন। সবচেয়ে বড় বিষয় হলো মূলত কাজের উপর নির্ভর করে কি কনফিগারেশনের ল্যাপটপ লাগবে। তাই কেনার আগে অবশ্যই কাজের ধরনের উপর গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নিতে হবে।
ধরুন, আপনি বাসা বা অফিসের কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তাহলে ১৪ ইঞ্চি বা ১৫.৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কেনাই যুক্তিযুক্ত। আর গেমের জন্য হলে ১৫.৬ বা ১৭ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কিনতে পারেন। এছাড়া আপনি যদি ভ্রমন পিপাসু হয়ে থাকেন তাহলে পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক নিতে পারেন।
ব্র্রান্ড নির্বাচন:
বাজারে প্রচলিত ভাল যে কোন একটি ব্র্যান্ড নির্বাচন করতে পারেন। দেখে নিতে হবে কোন ব্র্যান্ড কত বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে, কোন কোন পার্সের কত সময় ওয়ারেন্টি দিচ্ছে।
তথ্য ধারণ ক্ষমতা:
বর্তমানে ১৫.৬ ইঞ্চি ল্যাপটপ ছাড়া অপটিক্যাল ড্রাইভের ব্যবহার কম দেখা যায়। এখন হার্ডড্রাইভের পরিবর্তে ফ্ল্যাশ ভিত্তিক ড্রাইভ এসএসডিও ব্যবহার হতে দেখা যাচ্ছে। ফ্ল্যাশ স্টোরেজ দামি হলেও এর নষ্ট হওয়ার ঝুঁকি কম। এর আকার ছোট এবং কাজ করে দ্রুত।
পুরোনো ল্যাপটপে সতর্কতা:
পুরোনো ল্যাপটপ কেনার সময় সতর্ক থাকুন। ওয়ারেন্টি দেখে নিন। পরিচিত ব্র্যান্ডের ওপর আস্থা রাখতে পারেন। ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে ল্যাপটপ কেনার আগে তাদের বিক্রয় পরবর্তী সেবা ও অতীতে তাদের ল্যাপটপ বিক্রির রেকর্ড সম্পর্কে জানা থাকলে ভালো হবে। কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি আনুষঙ্গিক জিনিসপত্র যা আপনার ল্যাপটপের সঙ্গেই পাচ্ছেন তা বুঝে নেবেন। এ ছাড়া সব সময় অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত মাধ্যম বা দোকান থেকে ল্যাপটপ কিনুন।
অপারেটিং সিস্টেম:
ল্যাপটপ কেনার সময় আপনি যে অপারেটিং সিস্টেমে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি ইনস্টল করুন।
গ্রাফিক্স:
সাধারণত উচ্চ রেজ্যুলেশনের গেম খেলা, ভিডিও সম্পাদনা এবং গ্রাফিকসের কাজের জন্য উচ্চগতির ল্যাপটপ কেনা জরুরি। এ জন্য প্রসেসরের ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ বা এর বেশি হলে ভালো হয়।
প্রসেসর:
প্রসেসর কোন সিরিজের (কোর আইথ্রি, ফাইভ, সেভেন) তা জেনে নেওয়াও জরুরি। কেনার আগে অবশ্যই গ্রাফিকস সক্ষমতা কেমন দেখে নেবেন। ভিডিও সম্পাদনা এবং গ্রাফিকসের কাজের জন্য কমপক্ষে ৪ গিগাবাইটের ডিডিআরথ্রি র্যা ম হলে ভালো হয়।
আরও পড়ুন:
বিভি/এসআই
মন্তব্য করুন: