• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তান নির্বাচন

ক্ষমতা ভাগাভাগি করবেন না বিলওয়াল, জোট গঠন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ১৩:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ক্ষমতা ভাগাভাগি করবেন না বিলওয়াল, জোট গঠন নিয়ে নতুন সিদ্ধান্ত

পাকিস্তানে সরকার গঠনের ক্ষেত্রে ক্ষমতা ভাগাভাগির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলেও ক্ষমতার মসনদে কে বসবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।  এদিকে, ইমরান খানের পিটিআই সমর্থিতরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পিপলস পার্টির চেয়ারম্যান।

সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে থাকা দলগুলো নানা আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল সিন্ধুতে এক সভায় পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল বলেন, তাকে পিএমএল-এনের পক্ষ থেকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, প্রথম তিন বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এনের মনোনীত ব্যক্তি। বাকি দুই বছরের জন্য তিনি প্রধানমন্ত্রীত্ব নিতে পারবেন। এই প্রস্তাব তিনি না করে দিয়েছেন। 

       আরও পড়ুন:

তিনি বলেন, পাকিস্তানের জনগণ ভোটের মাধ্যমে তাকে রায় দিলে তবেই তিনি প্রধানমন্ত্রী হবেন। অন্যদিকে, কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনে নতুন প্রচেষ্টা শুরু করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এজন্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই নেতারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: