ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহ’র ব্যাপক হামলা

ছবি: ফাইল ফটো
ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ্। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর এ হামলা চালায়। রবিবার (২৬ ফেব্রুয়ারি) হিজবুল্লাহর যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের হামলা চালায়।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর এসব অস্ত্র আঘাত হানে।
ইসরাইলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হানে। এ ছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের দখলীকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালায়। সূত্র: ইরনা
বিভি/এমআর
মন্তব্য করুন: