কলকাতায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেয়ার নির্দেশ
ছবি: আনন্দবাজার
কলকাতায় হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দিতে বলেছে ভারতের সুপ্রিম কোর্ট। সেইসাথে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআইকে আবারও দাখিল করতে হবে মামলার স্ট্যাটাস রিপোর্ট।
আলোচিত আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে পিছিয়ে দেয়া শুনানির প্রথম দিন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিচারবিভাগীয় বেঞ্চ আন্দোলনরত চিকিৎসকদের মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। আশ্বস্ত করেছেন আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। বেঁধে দেয়া সময়ের ভেতরে কাজে যোগ না দিলে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিলে আদালত দেখবে না বলেও সতর্ক করা হয়েছে।
মৃত্যুর সময়, ময়না তদন্তে বিলম্ব এবং হত্যাকাণ্ডের কক্ষে তরিঘরি করে সংস্কার কাজ নিয়ে বাদি পক্ষের আইনজীবির সন্দেহ আমলে নিয়েছে আদালত।
আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে সিবিআইকে আবার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি। তিনি জানান, তদন্তে প্রভাব পড়ার আশঙ্কায় উন্মুক্ত আদালতে কোনও মন্তব্য করতে চান না তিনি। কেন্দ্রীয় বাহিনী-সিআইএসএফ সদস্যদের মোতায়েন করা হলেও রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। এতে রাজ্য সরকারকে সতর্ক করেছে আদালত।
গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিক্ষানবিশ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। সূত্র: আনন্দবাজার
বিভি/এমআর
মন্তব্য করুন: