• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত

প্রকাশিত: ১২:২৬, ৭ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত

লেবাননের পূর্বাঞ্চলের বালবেক ও বেকা এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় আরও অন্তত ৫৩ জন আহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) এই হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই খবর জানায় বার্তা সংস্থা বিবিসি। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

লেবাননের সংস্কৃতি মন্ত্রী জানিয়েছে, ইসরাইলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের অটোম্যান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) লেবাননের দক্ষিনাঞ্চলে ইভাকুয়েশন অর্ডার জারি করার পর হামলা চালানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, মঙ্গলবার (৫ নভেম্বর) বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়।

বৈরুতের উপকূলীয় শহর বারজা'র ওই ভবনে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। তবে, আইডিএফ জানিয়েছে ওই ভবন হিজবুল্লাহ সদস্যরা ব্যবহার করছিল। 
  

বিভি/এসজি

মন্তব্য করুন: