• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজকে সরিয়ে দিলেন ট্রাম্প 

প্রকাশিত: ০৮:৫৩, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজকে সরিয়ে দিলেন ট্রাম্প 

ফাইল ছবি

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজকে সরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে বরখাস্ত বা শাস্তিমূলক পদক্ষেপ বলতে নারাজ ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়ালজের নাম ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের হুথি বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য সিগন্যাল চ্যাট গ্রুপ থেকে ফাঁসের কেলেঙ্কারিতে এপ্রিল মাসের পুরোটা জুড়ে বিব্রতকর পরিস্থিতিতে ছিলো ট্রাম্প প্রশাসন। এতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দিকে অভিযোগের তীর উঠলেও প্রচন্ড চাপে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালজ। যদিও আচমকা রদবদলের পেছনে সিগন্যাল চ্যাট ফাঁসের সম্পর্ক নেই বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। 

ফক্স নিউজে ভ্যান্স বলেছেন, জাতিসংঘে মার্কিন দূত হিসেবে ওয়ালজের মনোনয়ন শাস্তি নয়; পদোন্নতি হিসেবে দেখতে হবে। ওয়ালজের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থার ঘাটতি নেই বলেও আশ্বস্ত করেছেন ভ্যান্স। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এতো বড় রদবদল নিয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে গুঞ্জন ছিলো। 

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবশেষ ১৯৭০ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2