গাজায় টানা ৬০ দিন ত্রাণের বহর আটকে রেখেছে বর্বর ইসরাইলি বাহিনী

ছবি: ইউরো নিউজ
গাজায় টানা ষাট দিনের মতো ত্রাণের বহর আটকে রেখেছে ইসরাইলি বাহিনী। খাদ্য সংকটের কারণে তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে গাজার বেশিরভাগ শিশু। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এদিকে গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।
আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের জাহাজটি গাজায় চলমান অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছিলো। হামলার পর ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীসহ জাহাজটি ডুবে যায়। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সীমান্ত ক্রসিং পুনরায় চালু হলে গাজায় প্রবেশের জন্য তিন হাজার মানবিক সাহায্যকারী ট্রাক প্রস্তুত রয়েছে। তবে খাদ্যের মজুদ শেষ হয়ে আসায় এরপর গাজায় জনগণের জন্য খাদ্য যোগান সম্ভব হবেনা বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্লেষকেরা বলছেন, গাজাকে ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল। গাজায় ৬০ দিনেরও বেশি সময় ধরে চলা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া। মানবিক সাহায্য নির্বিঘ্নে পরিচালিত হতে দিতে হবে বলে দাবি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনো গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি বাহিনীর আক্রমণ।
বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা বায়ান্নো হাজার ছাড়িয়েছে।
এদিকে বুধবার থেকে ইসরাইলে ছড়িয়ে পড়া দাবানলের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশাল এই অগ্নিকাণ্ডে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে অবস্থিত লাত্রুন এলাকায় প্রায় ২০ বর্গকিলোমিটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর
মন্তব্য করুন: