যুক্তরাজ্যে উপনির্বাচন
হাড্ডাহাড্ডি লড়াইয়ে লেবার পার্টিকে হারিয়ে রিফর্ম ইউকে’র জয়

ছবি: ইউরো নিউজ
যুক্তরাজ্যের উপনির্বাচনে ছয় ভোটের ব্যবধানে লেবার পার্টিকে হারিয়ে জয়ী হয়েছে রিফর্ম ইউকে। এবার প্রধমবারের মতো এই আসনে জয়ী হলো দলটি।
লেবার পার্টির পার্লামেন্ট সদস্য মাইক অ্যামসবেরি পদত্যাগ করায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়। ভোটারের ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। গ্রেটার লিঙ্কনশায়ারে মেয়র নির্বাচনেও সাফল্য পেয়েছে ডানপন্থী দলটি।
প্রথমবারের মতো ভোট গণনার পর লেবার পার্টি আবার ভোট গণনার দাবি জানায়। কারণ, প্রথম গণনায় দেখা যায়, নাইজেল ফারাজের রিফর্ম ইউকে মাত্র চার ভোটে এগিয়ে আছে। দ্বিতীয়বার ভোট গণনার পর মাত্র ছয় ভোটের ব্যবধানে রিফর্ম ইউকে বিজয়ী হয়। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে দলটির মোট এমপির সংখ্যা দাঁড়ালো পাঁচ। সূত্র: বিবিসি
বিভি/এমআর
মন্তব্য করুন: