এবার পোপের বেশে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প, ক্ষুব্ধ ক্যাথলিকরা

এর আগে আবদার জানিয়েছিলেন পোপ হবার। এবারে পোপের বেশে নিজের ছবি পোস্ট করলেন সামাজিক মাধ্যমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন আচরণে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সর্বক্ষেত্রে বইছে নিন্দার ঝড়। কেউ কেউ একে বলছেন ঠাট্টা, তামাশা বা উপহাস, কেউ বলছেন শিশুসুলভ আচরণ, আর কেউ তীব্র সমালোচনা করে ভাঁড় বলে ডাকছেন মার্কিন প্রেসিডেন্টকে। যেটাই হোক, দায়িত্বশীল কারো কাছ থেকে আসা এমন আচরণকে একেবারেই অগ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্স, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ৩ মে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোপের পোশাক পরিহিত নিজের ওই এআই ছবিটি পোস্ট দেন ট্রাম্প। বিভিন্ন সামাজিক মাধ্যমে হোয়াইট হাউজের অফিশিয়াল পেইজগুলো থেকেও তা শেয়ার দেয়া হয়। ওই ছবিতে মার্কিন প্রেসিডেন্টকে পোপের সাদা আলখাল্লা, মুকুট ও সোনালী ক্রসের লকেট পরা অবস্থায় দেখা যায়। ডান হাতের তর্জনি উঁচিয়ে অভিষেকের আসনে বসে আছেন তিনি। ধর্মগুরু হিসেবে বিশ্বাসযোগ্যতা তৈরিতে হাসির বদলে চেহারায় আনা হয়েছে বিশেষ ভাবগাম্ভীর্যের ছাপ।
ওই ছবি পোস্ট দেয়ার পরপরই সামাজিক মাধ্যমে ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীনতার সমালোচনায় মেতে ওঠে সারা বিশ্বের মানুষ। এটি ক্যাথোলিকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত, বলছে তারা। খোদ মার্কিনীরাই ভর্ৎসনা করছে তাদের প্রেসিডেন্টকে। তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানাচ্ছে ক্যাথলিক খ্রিস্টানরা।
এক বিবৃতিতে নিউ ইয়র্ক স্টেইটের ক্যাথোলিক কনফারেন্স জানিয়েছে, পোপের বেশে নিজেকে হাজির করা কোনো মতেই ঠাট্টা-তামাশা বা মশকরার বিষয় হতে পারে না। সম্প্রতি সর্বজন শ্রদ্ধেয় পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে, আর বর্তমানে নতুন পোপ নির্বাচনের আয়োজন চলছে। এমন শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সময়, এ ধরনের উপহাস না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনযি ট্রাম্পকে তীব্র কটাক্ষ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ একই সাথে ধর্মবিশ্বাসীদের ওপর আঘাত ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবমাননা। ডানপন্থী দুনিয়ার নেতারা ভাঁড়ামো উপভোগ করছেন, এটা সেই চিত্রই তুলে ধরেছে। অথচ একই সময়ে মন্দার ঝুঁকিতে মার্কিন অর্থনীতি, ডলারের মূল্য কমছে। ডানপন্থীরা সবখানেই ক্ষয়ক্ষতি বয়ে আনছেন বলে অভিযোগ রেনযির।
এর আগে ২৯ এপ্রিল সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি পরবর্তী পোপ হতে খুবই আগ্রহী। এটিই তার পছন্দের তালিকায় সবার ওপরে। তবে ট্রাম্পের এসব আচরণে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।
২১ এপ্রিল ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান পোপ ফ্রান্সিস। তার অবর্তমানে নতুন পোপ নির্বাচনের আয়োজন চলছে। আগামী সপ্তাহ নাগাদ নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিভি/এইচজে
মন্তব্য করুন: