• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুরিয়ন বিমানবন্দরে হামলায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর

প্রকাশিত: ০৯:০২, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
গুরিয়ন বিমানবন্দরে হামলায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর

ছবি: বেনইয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথি যোদ্ধাদের মিসাইল হামলার পর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুমকি দেন তিনি।

রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হুথিদের কাছ থেকে হামলা মূলত ইরানের কাছ থেকে হামলা। বিমানবন্দরে হামলার জবাব ইসরাইল সঠিক সময়ে এবং সঠিক স্থানে দেবে। এজন্য ইরানি সন্ত্রাসীদের প্রস্তুত থাকতে বলেছেন নেতানিয়াহু।

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে যৌথভাবে হামলার পরিকল্পনাও করছে ইসরাইল। তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেছেন, ইসরাইল কোনো হামলা করলে, ইরান পাল্টা হামলার মাধ্যমে তার যথাযথ জবাব দেবে।

এদিকে, গাজায় স্থল হামলা সম্প্রসারিত করতে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকেছেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আয়াল জমির। জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে শেষ করতেই নতুন এই অভিযান পরিচালনার কথা জানান তিনি।

এরইমধ্যে ইসরাইলি হামলায় গাজায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। ভূখণ্ডটিতে টানা ৬৪ দিন ধরে কোনো খাবার ঢোকেনি। এতে পুষ্টি ও ক্ষুধায় মৃত্যু হচ্ছে অসংখ্য ফিলিস্তিনি শিশুর।

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2