• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

প্রকাশিত: ১২:৪২, ৫ মে ২০২৫

আপডেট: ১২:৪৫, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

ছবি: সংগৃহীত

পেহেলগামে ২৬ পর্যটক হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। 

পাকিস্তানের অনুরোধে সোমবার (৫ মে) বিকেলে এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠকে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবে।

এরআগে, পেহেলগাম ইস্যুতে পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, সীমান্তবর্তী আতারি-ওয়াঘা স্থলসীমান্ত বন্ধ করে দেয় এবং ভারতের আকাশসীমায় পাকিস্তানের বিমান চলাচল বন্ধ করে দেয়। পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পাকিস্তান যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করে।

পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য ও নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান। এতে দেশ দুটি যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠককে উত্তপ্ত পরিস্থিতি নিরসনের অন্যতম উপায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2