• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানি হ্যাকারদের দখলে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট

প্রকাশিত: ১৯:২৯, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানি হ্যাকারদের দখলে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সম্পর্কে। সীমান্তে এ পর্যন্ত ১১ বার গোলাগুলিরও ঘটনা ঘটেছে। মধ্যে, পাকিস্তান-ভিত্তিক হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইটগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইবার আক্রমণের ফলে লগইন তথ্যসহ প্রতিরক্ষা কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল দাবি করেছে, হ্যাকাররা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পেয়েছে। 

সূত্র জানায়, এই গোষ্ঠীটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছে।

প্রতিবেদন মতে, হ্যাকিংয়ের প্রচেষ্টার ফলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটটি পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার জন্য অফলাইনে নেওয়া হয়েছে।
 
আরও অনুপ্রবেশের প্রচেষ্টা রোধে নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2