• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের 

প্রকাশিত: ১৫:৩৯, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের 

যুক্তরাষ্ট্র বা ইসরাইল হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। রবিবার (৪ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। 

ইসরাইলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুথি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল। এরপরই এমন পাল্টা হুমকি দিলো ইরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার (ইসরায়েল) শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে টার্গেট করবে-সেটি যেখানেই হোক এবং যখনই প্রয়োজন মনে করে করবে।’ 

রবিবার ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি। এরপরই হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, হুথি বিদ্রোহীদের ও ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে।  

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নিয়েছে’ ইসরায়েল এবং ‘ভবিষ্যতেও উপযুক্ত ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না, বরং বেশ কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

পরবর্তীকালে এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, ‘হুথিদের হামলা ইরান থেকে এসেছে। নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া সময় ও অবস্থানে’ ইরানকে জবাব দেবে ইসরাইল। 

তবে নেতানিয়াহুর দাবি উড়িয়ে দিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ বলেন, ইয়েমেনের হুথিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরা নেয়। 

সংবাদমাধ্যম আল-জাজিরার যাচাইকৃত ছবি এবং ফুটেজ অনুসারে, রবিবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। 

সূত্র: এএফপি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2