একইদিনে ৪ দেশে ইসরাইলের বিমান হামলা

ইসরাইলি বাহিনী একদিনে চার দেশে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরাইল মঙ্গলবার (৬ মে) ফিলিস্তিনের গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে।
ইয়েমেনে হোদেইদায় অন্তত ৩০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরাইল।
এর আগে গত রবিবার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: