ভারতের পাঁচ বিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।
বুধবার (৭ মে) পাকিস্তানের পার্লামেন্টে তিনি বলেন, এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীও এর আগে একই দাবি করেছে। ভারত এখনো এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।
পার্লামেন্টে শেহবাজ শরীফ দাবি করেন, ভারত গত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছে, যেখানে তাদের ৮০টি বিমান অংশ নিয়েছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিধ্বস্ত ভারতীয় বিমানের মধ্যে তিনটি রাফাল বিমানও ছিল। ভারত তার রাফাল বিমানের জন্য খুবই গর্বিত। পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের বিমান কখন উড়বে এবং কখন তারা সেগুলো তুলে সমুদ্রে ফেলে দেবে। আমরা সতর্ক না হলে পাঁচটার জায়গায় ১০টা বিমান গুলি করে ভূপাতিত করা হতো।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: