পুতিন ও আমার বৈঠক ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই: ট্রাম্প

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অর্থবহ অগ্রগতির সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।
ইউক্রেনে শান্তি স্থাপনের উদ্দেশে বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে মধ্যস্থতা প্রক্রিয়া শুরু হওয়ার ধারবাহিকতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন। রুবিও বলেন, এই সংকট সমাধানে ট্রাম্প আর পুতিন মুখোমুখি বৈঠকে বসতে হবে। রুবিওর মতে, এই দুই নেতার অনুপস্থিতিতে তুরস্কের মধ্যস্থতা আলোচনা নিয়ে খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। তুরস্কের দক্ষিণাঞ্চলে ন্যাটোর শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব এভাবেই তুলে ধরেন রুবিও।
এদিকে, মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তুরস্কে পুতিনের না যাওয়ার সমালোচনাও খণ্ডন করেছেন ট্রাম্প। বলেছেন, তিনি সেখানে নেই বলেই পুতিন যাননি। ট্রাম্পের দৃঢ় বিশ্বাস, তিনি পুতিনের সঙ্গে বসলে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সমাধান বের হবে। ১৫ মে ইস্তাম্বুলে মধ্যস্থতা বৈঠকে পুতিন থাকার কথা ছিলো। পুতিনের সাথে মুখোমুখি বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চ্যালেঞ্জ ছুঁড়লে শেষ মুহুর্তে তুরস্কের মধ্যস্থতা বৈঠকে অংশ নিয়েছে শুধু রাশিয়ার প্রতিনিধি দল।
বিভি/এসজি
মন্তব্য করুন: