• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ: ট্রাম্প 

প্রকাশিত: ০৯:২৯, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ: ট্রাম্প 

ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়েছে। ফোনালাপের পরে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ।

স্থানীয় সময় সোমবার (১৯ মে) বিকালে এ ফোনালাপ হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, পুতিনের সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। ইউক্রেন ও রাশিয়া শিগগিরই আলোচনা করবে এবং এই যুদ্ধের ইতি টানবে। 

যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনায় ফেরায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেছেন, শান্তিচুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া। দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে। তবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও সমঝোতা প্রয়োজন বলে মনে করেন পুতিন।

বিভি/এসজি

মন্তব্য করুন: