পাকিস্তানে স্কুলের বাসে বিস্ফোরণ, অন্তত চার শিশু নিহত

ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের খুজদার জেলায় একটি স্কুল বাসে বিস্ফোরণে অন্তত চার শিশু নিহত হয়েছে। আরও ৩৮ জন আহত হয়েছে। খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দাশতি আল-জাজিরাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্কুল বাসটি আর্মি পাবলিক স্কুলের ছিল। এটি সকালে শিশুদের নিতে যাচ্ছিল। তখনই আত্মঘাতী হামলাকারীরা আক্রমণ চালায়।
এদিকে এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। নিহত শিশুদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, শত্রুরা নিষ্ঠুরভাবে নিরীহ শিশুদের উপর হামলা চালিয়েছে। স্কুল বাসে হামলাটি দেশের স্থিতিশীলতা নষ্ট করার এক জঘন্য ষড়যন্ত্র। প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিভি/আইজে
মন্তব্য করুন: