• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইরানে তীব্র তাপপ্রবাহ, দেখা দিয়েছে পানির সংকট

প্রকাশিত: ১১:৫৬, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ইরানে তীব্র তাপপ্রবাহ, দেখা দিয়েছে পানির সংকট

ছবি: সংগৃহীত

ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে দেখা দিয়েছে পানির ভয়াবহ সংকট। দেশটিতে এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরম পড়ছে। কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে। খবর আল জাজিরার। 

সরকারি মুখপাত্র ফাতে‌মেহ মোহাজেরানি স্থানীয় সময় রবিবার (২০ জুলাই) জানিয়েছেন, তীব্র গরম ও বিদ্যুৎ-পানির সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে আগামী বুধবার (২৩ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তেহরানে রবিবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার (২১ জুলাই) বেড়ে ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ ইরানের শুষ্ক অঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিন ধরেই বিরাজমান, যা জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনার ফল বলে মনে করা হচ্ছে।

তেহরান নগর পরিষদের চেয়ারম্যান মাহদি চামরান নাগরিকদের পানির অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন। তেহরানের পানি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শহরের পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে শত বছরের মধ্যে সবচেয়ে নিম্নস্তরে রয়েছে।

এ অবস্থায় অন্তত ২০% পানি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংকট মোকাবেলায় রাজধানীর কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2