হঠাৎ পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি

ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন। সোমবার রাতে এই খবর নিশ্চিত করেছে বিবিসি।
২০২২ সালের সাতই অগাস্ট ভারতের উপ-রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। এর আগে তিনি একসময় পশ্চিমবঙ্গের গর্ভনর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।
গত মার্চ মাসে হৃদরোগ জনিত কারণে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন খনখড়।
বিভি/এজেড
মন্তব্য করুন: