• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ট্রাম্পের ইউনেস্কো ছাড়ার ঘোষণা: কি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যে?

প্রকাশিত: ১১:২৮, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১১:২৮, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের ইউনেস্কো ছাড়ার ঘোষণা: কি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যে?

ছবি: সংগৃহীত

এবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়ার পেছনে মূল কারণ হিসেবে বিভাজনমূলক আচরণ কে দায়ী করা হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হবে ২০২৬ সালের শেষ নাগাদ।

ট্রাম্প প্রশাসন মনে করছে, ইউনেস্কোর কার্যক্রম যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, আর তাই সংগঠনটি থেকে সরে আসার পথ বেছে নেওয়া হয়। এই উদ্যোগটি ট্রাম্প প্রশাসনের 'আমেরিকা ফার্স্ট' পররাষ্ট্রনীতির বিস্তৃত দৃষ্টিভঙ্গির সঙ্গেও সঙ্গতিপূর্ণ। 

বৈশ্বিক শান্তি রক্ষা এবং দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। প্রতিষ্ঠানটি মূলত বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত ও সংরক্ষণের কাজের জন্য পরিচিত। 

বর্তমানে বিশ্বজুড়ে মোট ১,২৪৮টি স্থান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ও মিশরের প্রাচীন পিরামিড। এ তালিকায় যুক্তরাষ্ট্রের ২৬টি স্থান জায়গা করে নিয়েছে, যার একটি হলো স্ট্যাচু অফ লিবার্টি।

যুক্তরাষ্ট্র ও ইউনেস্কোর সম্পর্ক শুরু থেকেই জটিল ছিল। যুক্তরাষ্ট্র ইউনেস্কোর প্রতিষ্ঠাতা সদস্য হলেও আর্থিক দুর্নীতি ও যুক্তরাষ্ট্র-বিরোধী মনোভাবের অভিযোগ তুলে ১৯৮৪ সালে দেশটি প্রথমবারের মতো সংস্থাটি থেকে সরে দাঁড়ায়।

২০০৩ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের শাসনামলে যুক্তরাষ্ট্র আবারও ইউনেস্কোর সদস্যপদ নেয়। বুশ প্রশাসনের মতে, তখন ইউনেস্কোতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয়েছিল। তবে ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পর ওবামা প্রশাসন ইউনেস্কোর আর্থিক সহায়তা বন্ধ করে দেয়।

২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি অভিযোগ তুলেন সংস্থাটি ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। সেই সময় যুক্তরাষ্ট্রের ইউনেস্কোর কাছে প্রায় ৫৪২ মিলিয়ন ডলার বকেয়া ছিল। 

পরে ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্ত বাতিল করে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনরায় ফিরিয়ে নেন। তবে এখন ট্রাম্প আবারও ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
 

বিভি/আইজে

মন্তব্য করুন: