• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু  

প্রকাশিত: ১২:০২, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১২:০২, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু  

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এর মধ্যে বাঁকুড়ার ৯ জন, পূর্ব বর্ধমানের ৫ জন এবং পশ্চিম মেদিনীপুরের একজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

আবহাওয়া অধিদফতর আগেই পূর্বাভাস দিয়েছিলো। পূর্বাভাস অনুযায়ী ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়। এতে কোতুলপুর, ওন্দা, ইন্দাস ও জয়পুর-সহ নানা জায়গায় পৃথক পৃথক ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।

প্রবল ঝড়বৃষ্টির মধ্যেই মাঠে আমন ধান রোপণ করতে বজ্রপাতে মৃত্যু হয়েছে কোতুলপুরের খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লার। আহত হন আসপিয়া মোল্লা নামে আর এক জন। মাথায় বাজ পড়তেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন তারা। বাকিরা তাদের উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে জিয়াউলকে (৫০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। আসপিয়া চিকিৎসাধীন।

মাঠে ধান রোপণ করতে গিয়েই বজ্রপাতে মারা গিয়েছেন ওন্দার নারায়ণ সাওয়ার (৪৮)। ইন্দাসেও ইসমাইল মণ্ডল (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে। আহত হন এক জন। জয়পুর থানার খড়িকাশুলি গ্রামে মৃত্যু হয়েছে উত্তম ভুঁইয়া (৩৮) নামে এক ব্যক্তির।

পূর্ব বর্ধমানেও যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাদেরও কেউ কেউ কৃষি শ্রমিক। মাঠে কাজ করার সময়েই বাজ পড়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের এক জন সনাতন পাত্র (৬০) মাধবডিহির বাসিন্দা। আর একজন আউশগ্রামের সঞ্জয় হেমব্রম (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, মামার জমিতে ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন সঞ্জয়। সেই সময়েই ঝড়বৃষ্টি শুরু হয়। পূর্ব বর্ধমানের ভাতারে বাজ পড়ে আহত হয়েছেন চারজন।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের লাহিরগঞ্জে লক্ষ্মীকান্ত পান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: