• NEWS PORTAL

  • সোমবার, ২৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইতিহাসের সর্বোচ্চ তাপপ্রবাহে পুড়ছে তুরস্ক, শিগগিরই নেই স্বস্তির খবর

প্রকাশিত: ০০:২৭, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ০০:২৭, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ইতিহাসের সর্বোচ্চ তাপপ্রবাহে পুড়ছে তুরস্ক, শিগগিরই নেই স্বস্তির খবর

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে তুরস্ক। শনিবার (২৬ জুলাই) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন দেশটির আবহাওয়াবিদরা। 

রবিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইস্তাম্বুলের পরিবেশ মন্ত্রণালয় মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে যে শনিবার (২৬ জুলাই) সিরনাক প্রদেশের সিলোপিতে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। এ ছাড়া, সারা তুরস্কে ১৩২টি আবহাওয়া কেন্দ্র জুলাই মাসের জন্য রেকর্ড তাপমাত্রার কথা জানিয়েছে। ২০২৩ সালের আগস্টে তুরস্কে তাপমাত্রার পূর্ববর্তী রেকর্ড ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটি বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে এবং বেশ কয়েকটি অঞ্চলে আগুনের সাথে লড়াই করছে। উত্তর কারাবুক প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা চার দিন ধরে লড়াই করছে, যার ফলে বেশ কয়েকজন গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ২৩ জুলাই এসকিসেহির প্রদেশে আগুন লাগার ঘটনায় ১০ জন মারা গেছেন। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় কিছু কর্তৃপক্ষ পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। প্রতিবেশী গ্রিসও ভয়াবহ তাপপ্রবাহের শিকার হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2