• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজার তিন এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার অস্ত্রবিরতি ইসরাইলের

প্রকাশিত: ১৬:৩৯, ২৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গাজার তিন এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার অস্ত্রবিরতি ইসরাইলের

ছবি: আইসিজি

গাজার তিনটি এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার কৌশলগত অস্ত্রবিরতি কার্যকর করেছে দখলদার ইসরাইলি বাহিনী। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই অস্ত্রবিরতি।

রবিবার (২৭ জুলাই) থেকে গাজায় আল-মাওয়াসি, দেইর অল বালাহ ও গাজা নগরীতে মানবিক স্বার্থে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও অন্যান্য এলাকায় থামেনি ইসরাইলি অবরোধ ও হামলা। গেলো ২৪ ঘন্টায় গাজায় অনাহারে ও হামলায় প্রাণহানি হয়েছে আরও ৭৬ ফিলিস্তিনির। অবরোধ ভেঙে গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর চেষ্টা করায় স্বেচ্ছাসেবী গোষ্ঠী ফ্রিডম ফ্লোটিলার ২১ জন ক্রুসহ একটি জাহাজ জব্দ করেছে ইসরাইলি বাহিনী।

স্থানীয় সময় শনিবার রাতে হান্দালা নামের জাহাজটি আরোহীসহ ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী গোষ্ঠীটির এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে জীবন রক্ষাকারী সামগ্রী, শিশুখাদ্য, ডায়াপার, খাবার ও ওষুধ ছিলো। ওই জাহাজে ১০টি দেশের মোট ২১ জন ছিলেন। তাদের মধ্যে ১৯ জন মানবাধিকারকর্মী আর দুইজন সাংবাদিক ছিলেন।

এ ঘটনাকে জলদস্যুতা উল্লেখ করে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গোষ্ঠিটি। এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল জানিয়েছে, খান ইউনিসে অভিযান চালানোর সময় এক বিস্ফোরণে দুই সেনা প্রাণ হারিয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2