• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শক্তিশালী ভূমিকম্পে আবার কেঁপে উঠলো রাশিয়া

প্রকাশিত: ১০:০৪, ১০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শক্তিশালী ভূমিকম্পে আবার কেঁপে উঠলো রাশিয়া

শক্তিশালী ভূমিকম্পে এবার কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার কুরিল দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬ দশমিক ২ মাইল) গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এর আগে, গত ৩০ জুলাই স্মরণকালের শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

উল্লেখ্য, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2