পুতিন-ট্রাম্প বৈঠকে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে ইউরোপীয় নেতাদের চাপ

প্রতীকী ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে পুতিন-ট্রাম্প বৈঠকে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা। আসছে ১৫ আগস্ট পুতিন-ট্রাম্পের বৈঠকের আয়োজন হবে, এমন খবর প্রকাশের পর শনিবার বিবৃতিতে এ চাপ দেন তারা।
বৈঠকের আয়োজনকে স্বাগত জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় কমিশনের নেতারা। নেতারা বলেন, এই ধরনের বৈঠক অবশ্যই সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে। তবে যুদ্ধের সমাপ্তি টানতে দখলকৃত ভূখণ্ড ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। এমন প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে ইউক্রেনকে কূটনৈতিক, সামরিক এবং আর্থিকভাবে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তারা।
এদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান, যেখানে রাশিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টও থাকবেন। তবে এই মুহূর্তে ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন হিসেবেই হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, তার দেশের অংশগ্রহণ ব্যতীত এটি একটি মৃত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। তবে, তিনি থাকলে পুতিনের অংশ নেওয়ার সম্ভাবনা কমে যাবে বলে শঙ্কা বিশ্লেষকদের।
বিভি/এমআর
মন্তব্য করুন: