মস্কোয় পুতিন-জয়শঙ্কর সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) মস্কোর ক্রেমলিনে তাদের এই সাক্ষাৎ হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ক্রেমলিনের বিবৃতি অনুসারে, বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ এবং মস্কোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমারও উপস্থিত ছিলেন।
এর আগের দিনই জয়শঙ্কর ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনার পর, ল্যাভরভ এবং জয়শঙ্কর ঘোষণা করেন, পুতিন বছর শেষের আগে ভারত সফর করতে পারেন।
গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো ভারতীয় কর্মকর্তা পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো গেলেন। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আতিথ্য দিয়েছিলেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: