• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজায় অনাহারে মৃত্যু ৩১৩ জনের, শিশু ১১৯

প্রকাশিত: ০৯:২৮, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
গাজায় অনাহারে মৃত্যু ৩১৩ জনের, শিশু ১১৯

ছবি: সংগৃহীত

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ। অনাহারে ও অপুষ্টিতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। এই নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে। এদের মধ্যে শিশু ১১৯ জন।

বুধবার (২৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা সিটি ও সংলগ্ন এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেপ্টেম্বরের মধ্যে এই সংকট দেইর আল বালাহ ও খান ইউনিসেও ছড়াবে ।

অপরদিকে, খরা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, গাজায় দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বিপর্যয় আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ত্রাণের গাড়ি আটকে রাখা, প্রবেশ পথগুলোয় বোমাবর্ষণ, ইসরাইল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে নিয়মিত হামলা- এসব কারণে তীব্র রূপ ধারণ করেছে সংকট।

উল্লেখ্য, ইসরাইলি আগ্রাসনের অংশ হিসেবে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পর থেকেই গাজায় প্রতিটি মানুষের দিন কাটছে তীব্র ক্ষুধা নিয়ে। সেইসাথে ৫ লাখের বেশি অনাহার-অপুষ্টিতে ভোগা মানুষ মৃত্যুঝুঁকিতে আছে। সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা ছাড়াতে পারে ৬ লাখ ৪০ হাজার।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2