ইউক্রেনের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা

ইউক্রেন পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এক আততায়ী। হত্যাকারীকে খুঁজতে জোর অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লভিভে হত্যাকাণ্ড ঘটে।
সাবেক স্পিকারের ওপর একাধিকবার গুলিবর্ষণ করে হামলাকারী। ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর হামলাকারী পালিয়ে যায়।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন আন্দ্রি পারুবি। এ হত্যাকাণ্ডকে ভয়াবহ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এছাড়া আন্দ্রি পারুবির পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো এবং প্রসিকিউটর জেনারেল রুশলান ক্রাভচেঙ্কো হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যই এই হত্যাকাণ্ড ঘটলো।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: