• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইসরাইলের দিনভর হামলায় গাজায় নিহত ৫৩   

প্রকাশিত: ১১:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইসরাইলের দিনভর হামলায় গাজায় নিহত ৫৩   

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরাইল সফররত অবস্থায় ফিলিস্তিনের গাজায় হামলা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। রবিবার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের বিমান হামলায় কেঁপে উঠে গাজার উত্তরাঞ্চল। ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় অন্তত ৩০টি ভবন।   

দিনভর হামলায় হত্যা করা হয়েছে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে। এরমধ্যে গাজা সিটিতেই হত্যা করা হয় ৩৫ জনকে। ভূখণ্ডটিতে অনাহারে মৃত্যু হয়েছে আরও দুইজনের। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। এছাড়া গাজা দখলে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। 

এদিকে, হামাস নেতাকে হত্যার উদ্দেশে দোহায় হামলার পর ইসরাইলকে নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ফিলিস্তিনের গাজা ও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য ইসরাইলকে শাস্তি দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। কাতারের দোহায় আরব ইসলামি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, উচ্ছেদ অভিযানসহ ইসরাইলের বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে দ্বৈত নীতি পরিহার করতে হবে। 

অন্যদিকে, কাতারের দোহায় ইসরাইলের হামলার পর ইসরাইলি প্রশাসন নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, হামাসকে নির্মূল করতে কাতারে হামলা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে ইসরাইলকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন ডোনাল্ড ট্রাম্প।

বিভি/এসজি

মন্তব্য করুন: