• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নতুন করে বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

প্রকাশিত: ১৩:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নতুন করে বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুরু হয়েছে বাণিজ্য আলোচনা। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে এ বাণিজ্য আলোচনা শুরু হয়। 

এমন সময় দেশ দুইটি এই আলোচনায় বসলো, যখন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের চীনের ওপর শুল্ক আরোপের আহ্বান জানিয়েছে। কেননা চীন তার বন্ধু রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। এবারের আলোচনায় নিজ নিজ প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। গুরুত্বপূর্ণ চার দিনব্যাপী এই আলোচনা চলবে বুধবার পর্যন্ত। গত চার মাসের মধ্যে এটি দেশ দুইটির চতুর্থ বৈঠক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে সংকটে থাকা ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য সম্পর্ক ভেঙে পড়া থেকে বাঁচাতে এ আলোচনা চলছে। এবারের বৈঠকে অর্থনৈতিক, বাণিজ্যিক বিষয়সহ টিকটক ও অর্থপাচার নেটওয়ার্ক মোকাবেলায় করণীয় গুরুত্ব পাচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: