• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গাজায় হত্যাযজ্ঞ থামানোর আহ্বান জাতিসংঘ, কানাডা, ফ্রান্স ও আয়ারল্যান্ডের

প্রকাশিত: ১৪:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গাজায় হত্যাযজ্ঞ থামানোর আহ্বান জাতিসংঘ, কানাডা, ফ্রান্স ও আয়ারল্যান্ডের

গাজায় ইসরাইলের স্থলবাহিনীর হত্যাযজ্ঞ অবিলম্বে থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ। বর্বর এই হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১০৬ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। 

নিজের আর পরিবারের অবশিষ্ট সদস্যের প্রাণ বাঁচাতে আবার এলাকা ছেড়ে অজানা গন্তব্যে ছুটছেন গাজাবাসী। এবার দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে মিথ্যা নিরাপত্তার খোঁজে গাজা সিটি খালি করছেন তারা। শহরটি দখলের আগাম হুমকি দিয়ে এতোদিন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার শুরু করা স্থল অভিযানের ভিডিও প্রকাশ করেছে খোদ ইসরাইলি বাহিনী। শুরুতেই গুঁড়িয়ে দেওয়া হয় ১৭টি আবাসিক ভবন ও একটি মসজিদ। এই অভিযানে বিস্ফোরকবাহী রোবটও ব্যবহার করা হচ্ছে।

এখানেই শেষ নয়; শহরটিতে পাঠানো সেনা সদস্যের সংখ্যা শিগগিরই বাড়ানোর বার্তা দিয়েছেন ইসরাইলের সেনা মুখপাত্র। নৈতিক, রাজনৈতিক ও আইনগতভাবে ভিত্তিহীন গাজা অভিযান আর সহ্য করা কষ্টকর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভীতিকর এই অপকর্ম জিম্মি মুক্তির সম্ভাবনাকে চরম অনিশ্চয়তার দিকে নেওয়ার আশঙ্কায় বিবৃতি দিয়েছে কানাডার পররাষ্ট্র দফতর। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানানো হয়েছে ইসরাইলের সরকারের প্রতি। নৈতিক ভিত্তিহীন অভিযান অবিলম্বে বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র দফতর। গণহত্যাকারী আর এতে সহায়তাকারীদের প্রতি নিন্দা জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2