নেপালজুড়ে শোকের মাতম, জেন-জি তরুণদের শেষকৃত্যে ভেঙে পড়ল পরিবার

ছবি: সংগৃহীত
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপাল বর্তমানে এক গভীর শোকের সময় পার করছে। দুর্নীতিবিরোধী বিক্ষোভের কারণে দেশটিতে অল্প কয়েক দিনেই সরকারের পতন ঘটে। আন্দোলনের সময় সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহত ও আহতরা ছিলেন বেশিরভাগই তরুণ। এবার প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করছেন পরিবারের সদস্যরা। চারদিকে বিরাজ করছে শোকের ছায়া। স্বজন হাড়িয়ে ভেঙে পড়েছে বহু পরিবার। এক সময়ের প্রাণবন্ত জনপদ এখন স্তব্ধ ও বেদনার্ত।
রয়টার্সের একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, প্রতিটি কফিন জাতীয় পতাকা মুড়িয়ে রাখা হয়। মর্গ থেকে এনে তরুণদের মরদেহ নিয়ে যাওয়া হয় পশুপতিনাথ মন্দিরে। পরে তাদের পুলিশি গার্ড অব অনার প্রদান করা হয়। হাজার হাজার মানুষ সেসময় পশুপতিনাথ মন্দির সংলগ্ন এলাকায় হিন্দু রীতিনীতি অনুযায়ী ৪টি মরদেহের শেষকৃত্যে অংশ নেন।
মূলত জেন-জিরা এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। তারা বেকারত্ব ও সরকারের প্রতি অসন্তোষের কারণে এই আন্দোলনে নামে। সেসময়, সরকারি দমন-পীড়নের কারণে অন্তত ৭২ জন প্রাণ হারান। আহত হন ২,১০০ জনেরও বেশি মানুষ।
বিভি/আইজে
মন্তব্য করুন: