• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

৪০ জাহাজ আটকে দেওয়ায় ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করলো বেলজিয়াম

প্রকাশিত: ২১:৩০, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৯, ২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৪০ জাহাজ আটকে দেওয়ায় ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করলো বেলজিয়াম

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০ জাহাজ আটকে দেওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে ইউরোপের দেশ বেলজিয়াম। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) এ খবর জানিয়েছে আল জাজিরা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট সংসদে বলেন, ‘যেভাবে জাহাজগুলোতে অভিযান চালানো হয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় যেভাবে আটকানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ কারণেই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি।’

আল জাজিরার খবরে বলা হয়, গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টি নৌকা আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌকায় বিভিন্ন প্রফেশনের বিদেশি কর্মী ও সহায়তা সামগ্রী ছিল, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাগুলো আটক করার পাশাপাশি, যারা নৌকায় ছিল তাদেরও আটক করা হয়েছে। শিগগিরই একের পর একদল আশদোদ বন্দরে পৌঁছাবে, যেখানে নির্বাসন প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাদের ইউরোপে নির্বাসিত করা হবে।

এদিকে আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ নিশ্চিত করেছে, কমপক্ষে তিনটি ত্রাণবাহী জাহাজ বর্তমানে ইসরাইলের আশদোদ বন্দরে আটকে আছে। ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রিক পতাকার নিচে যাত্রা করা ক্যাপ্টেন নিকোস, স্প্যানিশ পতাকার নিচে উড়ন্ত এস্ট্রেলা ওয়াই ম্যানুয়েল এবং আদারাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ ইসরাইলে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2