• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

শত বাধা-বিপত্তি উপেক্ষা করে এখনও গাজার দিকে ছুটে চলেছে ৪ নৌযান

প্রকাশিত: ২২:০১, ২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শত বাধা-বিপত্তি উপেক্ষা করে এখনও গাজার দিকে ছুটে চলেছে ৪ নৌযান

ইসরাইলিদের হামলা ও বাধা-বিপত্তি উপেক্ষা করে এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪টি নৌযান। ৪৪টি জাহাজের মধ্যে এ জাহাজগুলো এখনো গাজার দিকে ছুটে চলেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এই চারটি জাহাজের মধ্যে রয়েছে 'সামারটাইম-জং' এবং 'শিরিন'—যা মূলত আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী বহন করছে।

এছাড়াও, ফিলিস্তিনের জলসীমানায় প্রবেশ করা ফ্লোটিলার প্রথম জাহাজ 'মিকেনো' এবং 'মেরিনেট' এখনও যাত্রা অব্যাহত রেখেছে।

তবে ইসরাইলের দাবি, গাজায় পৌঁছানোর আগেই সব জাহাজকে রুখে দিয়েছে দেশটি। 

ইসরাইলি নৌবাহিনীর বাধার মুখে ফ্লোটিলার বেশিরভাগ জাহাজের গতিপথ রুদ্ধ হলেও কয়েকটি জাহাজ এখনও গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌযানে ছিলেন বিদেশি ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

সুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরাইলসুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরাইল
ফ্লোটিলা সংগঠন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্যমতে, আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই বহরে ছিল ৪৪টি বেসামরিক নৌযান। এগুলোতে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী ছিলেন। নৌযানগুলোতে ওষুধ ও খাদ্য বহন করা হচ্ছিল। গাজার ওপর ইসরাইলের অবরোধের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের আরোপিত অবরোধ ভাঙাই এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরাইল যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2