• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ফিলিপাইনে আবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প 

প্রকাশিত: ১৬:২৪, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফিলিপাইনে আবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প 

ফাইল ছবি

ফিলিপাইনে আঘাত হেনেছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১৭ অক্টোবর) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পটি দেশের ওপর সাম্প্রতিক সময়ে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর সংঘটিত হলো। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার কাছে প্রায় ৬৯ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে আঘাত হেনেছে।

এর আগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭ দশমিক ৪ মাত্রার এবং ৬ দশমিক ৭ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর এই ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।

 সরকারি তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৭৬ জন নিহত হয় এবং ৭২ হাজার বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: খালিজ টাইমস

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2